Vacancy: 1
Age: at most 35 years
Location: Dhaka
Experience: At least 6 years
Published: 8 Apr 2025
বেতন: ৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ২২,০০০/- থেকে ২৩,৫০০/- টাকা, স্থায়ীকরনের পর মোট ২৬,৫০০/- হতে ২৮,৩৯১/- টাকা পর্যন্ত।
সুযোগ সুবিধাসমূহ:
প্রভিডেন্ট ফান্ড;
গ্র্যাচুইটি;
মূল্যায়ণভিত্তিক বার্ষিক ইনক্রিমেন্ট;
বছরে ২টি উৎসব ভাতা;
বৈশাখী ভাতা;
বাৎসরিক মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ বোনাস (প্রযোজ্য ক্ষেত্রে);
ভ্রমণ ও খাদ্য ভাতাসহ অন্যান্য সুবিধাদি;
চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে 'মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও কর্মী কল্যাণ তহবিল' হতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা;
সংস্থার নিয়মানুযায়ী অতিরিক্ত সময় দায়িত্ব পালনের জন্য ভাতা;
শুক্রবার ও শনিবার বা যে কোন সরকারি ছুটির দিন দায়িত্ব পালন করলে সংস্থার নিয়মানুযায়ী ভাতা;
ছুটির বিনিময়ে আর্থিক সুবিধা এবং
Work at office
Full Time
Dhaka
সিদীপ' ১৯৯৫ সাল থেকে আর্থ সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে কাজ করে আসছে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে বিভিন্ন জেলায় কাজ করছে।
আগ্রহী প্রার্থীগণকে (১) শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, (২) বৈধ ড্রাইভিং লাইসেন্স এর কপি, (৩) জাতীয় পরিচয়পত্রের কপি, (৪) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গীন ছবি, (৫) অভিজ্ঞতার সনদপত্রের কপি, (৬)মোবাইল নম্বরসহ আবেদন ও জীবন-বৃত্তান্ত উল্লিখিত সময়সীমার মধ্যে "চীফ পিপল অফিসার, মানবসম্পদ ও ওডি এবং প্রশাসন" বিভাগ বরাবরে বর্ণিত ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠাতে অনুরোধ করা হলো।
খামের উপর পদের নাম স্পষ্টাক্ষরে লিখতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ফোনের মাধ্যমে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ`র জন্য ডাকা হবে, এ জন্যে কোনো প্রকার টি.এ/ ডি.এ প্রযোজ্য হবে না। উল্লেখ থাকে যে, ইন্টারভিউ`র সময় পরীক্ষা পাশের মূল সনদপত্র সহ অভিজ্ঞতার প্রমাণপত্র দেখাতে হবে ।
আবেদনের ঠিকানা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস - সিদীপ,
বাড়ী নং ২২/৯, ব্লক-বি, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা-ভিজিট করুন (website) : www.cdipbd.org তে হবে।
বিধাদি।
েয়া অন্যান্য কাজ করা।
শসহ ফেরতযোগ্য।
5srtxfg